যদি কষ্টের রিনিঝিনি বীণা বাজে হৃদয়ে-
ভেবে নিও আমি তোমাকে ভাবছি।
যদি শাপলা ফোটে ঝিলের জলে-
ভেবে নিও আমিও তাদের সাথে হাসছি তোমাকে ভেবে।
কত রাত জাগি আজও নিরালায় বসে একাএকা,
সেই কবে তুমি বিদায় নিয়েছো-
ঠিক কবে আবার দেখা হবে,জানা নেই কিছুই।
শুধু আজও বুঝিনি কেন এমন হলো,
এমনটাই কি হবার কথা ছিলো!
শুধুই কি ভুল ছিলো আমার, নাকি দুজনেরই!
শরৎ যায়, শীতের আমেজ নিয়ে হেমন্ত আসে,
আমি কি পারি আর থাকতে এমন ভাব নিয়ে-
যেভাবে তুমি আছো আজো অভিমানে ভুল বুঝে!
ফিরে এসো প্রিয় শীতের স্মৃতি সাথে নিয়ে।
যদি কষ্টের বীনা বাজে হৃদয়ে
তবে চলে এসো,
যদি তারাদের সাথে রাত জাগো একা
তবে চলে এসো,
যদি শিউলী ফুলের মালা নুইয়ে পরে অভিমানে
তুমি চলে এসো প্রিয়া, চলে এসো।
যদি ভুল ভেঙ্গে যায় কোনএক গহীন রাতের স্মৃতি মনে করে
তুমি চলে এসো।
যদি আবারও কাঁদাতে ইচ্ছে হয় সেই কান্নাকে ফিরিয়ে দিয়ে চলে এসো,
এসো সব ভুল ভেঙ্গে আবার উদযাপন করি ষড়ঋতু।
এসো হেমন্ত জ্যোৎস্নায় পূর্ণিমা দেখবো হাতে হাত রেখে,
ভোরের বাগানে শিউলিতলায় ফুল কুড়াবো দুজনে,
চলে এসো।