কে মোরে ফেরাবে অনাদরে
কে মোরে ডাকিবে কাছে
কাহার প্রেমের বেদনায়
আমার মূল্য আছে?
এ নিরন্তর-সংশয়ে পারিনে বুঝিতে
আমি তোমারেই পেরেছি বুঝিতে।
তুমি যে আমারে চাও
আমি সে জানি,
কেনো মোরে কাঁদাও,
সেও আমি জানি।
এতো আলোতে এত আঁধার কেনো তুমি,
তবুও আপনার ছায়া-খানি দিয়ে যাও-
আমি সে জানি।
আমার মুখ মলিন হলে
তোমার হৃদয় পাঁজর ভাঙ্গে
আমার সুখে, তোমার মুখ-
উজ্জল তাঁরার মতো হাসে।
আমাকে বাচাঁতে তুমি
হতে পারো নিঃশেষ,
নিজের রক্ত ঝরিয়ে
তবুও আমাকে বাঁচাও-
সে কেনো- সবই আমি জানি।
তোমার এ খ্যাতি বিশ্বময়
তুমি মহান, তুমি অনির্বাণ,
তুমি ত্যাগী, তুমি নির্লোভ
তুমি আমার মায়াবী জিন;
আমি পারবো না কোনোদিন শোধ দিতে
তোমার ভালোবাসার ঋণ।