শশী, হৃদয় আজ বড্ড বাড়াবাড়ি করছে
তোমার অনুপস্থিতি-
কিছুতেই মানতে চাইছে না,
ঝিলপাড়ের কদম গাছটি ফিরেছে
অবিকল তারূণ্যে;
হলদে গোলক প্রসূনে পরিপূর্ণ-
প্রেমময়ী প্রকৃতির ঝিলের জলে উঁকিঝুঁকি।
গগনে বারিদ রঙ্গ উচ্ছ্বাসিত
দ্যু রাজ্যে বিরহ আবিষ্ট ,
ঝরেছে বর্ষণ আঁখি সমান্তরালে।
সে দিন প্রণয় বিনিময়ের অন্তরালে
হাসি ঠাট্টায় ঝরেছিলো একপশলা বৃষ্টি,
ছুঁয়ে দিলো তোমার ঋত্বিক হৃদয়,
বর্ষণময় দিনে অপরুপ অপলক,
আপন চিত্ত উম্মুখ প্রণয় রমণে,
আজ ছোঁয়া পেতে ব্যাকুল হৃদয়।
মনের অজান্তেই আমার যাত্রা-
স্মৃতির কদমতলায়
বাদলা সলিল জমাট বেঁধেছে হৃদয়ে,
শশী, ফিরে এসো, ফিরে এসো শশী
স্পর্শ দাও আমায়, প্রণয় উষ্ণ আলিঙ্গনে
আলোকিত করো, হিম তমসাবৃত দেহ।