এক পা মাতৃগর্ভে
আর এক পা শুলে তোমার
গুলির ফুটোয় ধরায় আগমন ।
হে নবজাতক, ক্ষমা করো আমায়,
আমি তোমায় দিতে পারিনি
নিশ্চিত আগমনের নিশ্চয়তা
দিতে পারিনি- সুস্থ পৃথিবী উপহার,
ক্ষমা করো আমায়।
তোমার ঘুমঘোর রঙিন স্বপ্নকে
আমি খুন করেছি;
আমি মানুষ ,
এ পৃথিবীর মানুষ আমি,
পিশাচকে হার মানিয়েছি,
গড়েছি বসতি এই ধরায়,
সেই গর্বিত বার্তা তোমার কানে পৌছে দিলাম
বুলেটের আঘাতে !
স্বর্গে থেকে ভাবছিলে
মায়ের কোলে খেলবে তুমি
মা দোলনায় দুলিয়ে গান শুনাবে,
আদর দিবে,
মা তোমাকে আর্ত চিৎকার শোনাল!
আর আমি তোমাকে শুইয়ে দিলাম
হাসপাতালের নর্দমার বিছানায় ।
আমি মানুষ,
এ পৃথিবীর মানুষ
আমাকে চিনে নিও আগমনের পূর্বে ।
তোমার যদি বাঁচার সাধ জাগে
গ্রেনেড দিয়ে বানিয়ে নিও মালা
রক্ত-পিপাসুদের গলায় ঝুলিয়ে-
বরন করে নিও নরঘাতকের দলকে,
আর আমায় ক্ষমা করে দিও