সমস্ত জনকোলাহল অদৃশ্য করে দিয়ে
আমি আর তুমি নির্জন নগরীর
রাস্তার মাঝ বরাবর হাঁটবো,
ক্লান্তি এসে গেলে পার্কের বেঞ্চে
গিয়ে একটু বসবো।
রিক্সার জ্যাম নেই,
গাড়ীর কর্কশ হর্ণের শব্দ নেই-
নেই কোন টোকাই রংবাজের ভয়,
পার্কের ছায়াতলে অলস বসে থাকা লোক নেই
নেই ফুটপাতে কোন দোকানীও।
আজ সাইরেন বাজিয়ে ট্রেনটা আসবে না,
নেই ট্রাফিক সিগনালে থেমে থাকার ঝামেলা,
বাদাম ওয়ালাকে ডেকে এনে দুই টাকার বাদাম নিয়েই
স্থানান্তর করে দেবো ভিন গ্রহে,
কোলাহলক্লান্ত নগরীকে বানাবো
ভালবাসার নিঝুম বৃন্দাবন।
প্রণয় উষ্ণতায় শীৎকার বাতাস শব্দ তুলবে
পিনপতন স্তব্ধতায়।
মুন, ঠিক তখন আলতো স্পর্শে
কাঁপন লাগাবো হৃদয়ে তোমার !
কোয়াশায় ঢাকা নগরীর কোহেলি-ফাঁকে
উঁকি মেরে সমস্ত গ্রহ-নক্ষত্র এক সমান্তরালে এসে-
সূর্যের সাথে দাঁড়িয়ে দেখবে আমাদের প্রণয় নীলা।
নির্জন নিঝুম সেই নগরীতে
শুধু তুমি আর আমি, আমি আর তুমি -
কুয়াশাচ্ছন্ন প্রেমোষ্ণ যুগল।