ভিন দেশেতে থাকি মাগো
বলি ভিন্ন কথা
তোমার কথা মনে হলে
পাই মনে মা ব্যথা।

কতোদিন যে হয়না দেখা
বাংলা মায়ের মুখ,
মায়ের ভাষায় হয়না কথা  
মেলেনা মনে সুখ।

কোথায় আছে দেশের দেশী
আমি খুঁজে মরি ,
কারো মুখে শুনলে বাংলা
তারেই আপন করি।

এমন দেশে আছি মাগো
পাইনা দেশী লোক
বাংলাদেশী খোঁজে ফেরে
আমার দুটি চোখ।

কোথাও যদি যায় মিলে মা
একটি দেশের দেশী
মনের কথা তার কাছে মা
বাংলাতে হয় বেশি।

বাংলা আমার প্রাণের স্পন্দন
বাংলা খুঁজে ফিরি,
কার সাথে কই বাংলা কথা
করি আহাজারী।