আমি যে এমনই


মাথায় একঝাঁক ঝাঁকড়া  চুল,মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি
হাতে একগোছা লোহার বয়লা
পরনে জিন্সের সাথে লম্বা ঝুল ওয়ালা পাঞ্জাবী
পায়ে একপাটি চটি,চোখে গাঢ় রং এর রোদচশমা
                              -এ বেশ আমার অতি প্রিয়
তবে কোনটাই তোমার পছন্দ নয়, ছাড়তেও পারিনি
                                         আমি যে এমনই।


বাইরে থেকে ফিরে ডোরবেল না টিপে দরজায় টোকা
চায়ের কাপে চুমুকের সময় অনাবশ্যকীয় আওয়াজ
সিগারেটের নিকোটিনের প্রতি প্রবল আকর্ষণ
রাত জেগে লেখালেখি,বেলা করে ঘুম থেকে উঠা
-সবই তোমার দৃষ্টিতে আমার বদভ্যাস, ছাড়তেও পারিনি
                                         আমি যে এমনই।


তোমার প্রতি আমার ভালবাসা ছিল প্রগাঢ়,বিশ্বাসও ছিল অগাধ
ভুল বা অসতর্কতায় মন খারাপ বা কটুকাটব্য, মনে পড়ে না
এতেও  তোমার প্রবল আপত্তি,সন্দেহ অভিনয় নয়তো!
তবে তোমার অপছন্দের সবই আমার বিষম পছন্দ
বদলাতে বলেছিলে, আজও পারিনি
                                         আমি যে এমনই।