# অন্তর্দাহ #


গভীর রাত, আকাশে ভরা পূর্ণিমার  চাঁদ
                চারদিকে পিনপতন নিস্তব্ধতা
ঘরে আলো আর অন্ধকারের এক অদ্ভুত দ্যোতনা,
                 চেয়ারে বসে আনমনে দুলছি আর
চোখবন্ধকরে স্বভাবগততায় দুই হাতে কলম ঘুরাচ্ছি।
ভাবনার ঢেউগুলো অপূর্ণতায় আছড়ে পড়ছে
           -মনের বিষাদিতা বিষবাষ্পের মত ছড়িয়ে;
না পারার যন্ত্রণায় কিংবা হারানোর বেদনায়
                        একাকার হয়ে অন্তর্দাহিত ক্রমশ ।
সেই কখন লিখেছি কবিতার প্রথম লাইন আর
সেই কখন ভেঙ্গেছে ভালবাসার সম্পর্ক,
ভাবের বন্ধাত্ব কিংবা সম্পর্কভাঙ্গার কষ্ট
দু'টুই আজ যেন কুৎসিত ভাবে স্পষ্ট;
ভাবনা সংকোচিত,
                     মন ভঙ্গুর,
                             চিন্তা অসম্পূর্ণ,
                                          হাত আড়ষ্ট,
যেন সময় আজ আটকে গেছে অসময়ের ফ্রেমে।