শুরুতে


আমার পছন্দ-সবই তোমার না পছন্দ
আমার ভাললাগা-সবই তোমার বিরক্তির কারণ
আমার অভ্যাস-সবই তোমার কাছে বদভ্যাস,
পারস্পরিক বোঝাপড়ার বড়ই আকাল-
                 "এতসব বৈপরীত্য নিয়ে সংসার!"
কিছুদিন পর


আমার তোমার পছন্দ প্রায় একই বৃন্তে
আমার ভাললাগা সব তোমার ভাললাগায় রূপান্তরিত
আমার অভ্যাস যেন এখন তোমার সহজাত
ক্রমশ তোমার হওয়ার প্রাণপণ চেষ্টায়-
                          যেন একজন আদর্শ স্ত্রৈণ।
অতঃপর


নিকটকালে আমাতে তোমাতে মানসিক ব্যবধান অত্যল্প
নিজেদের মধ্যে বোঝাপড়া চরমে
"অবশেষে তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল"-এর মতন।
তবে সুখ যে সুদূরপরাহত,
জীবনাঙ্ক এর হিসাবে ফলাফল পরম শূন্যে
                          আমি আছি, আর তুমি-----------