তোমাকে খুঁজে ফিরি সৌম্য সকালে,রোদেলা দুপুরে কিংবা চাঁদনী রাতে
তোমাকে খুঁজে ফিরি নক্ষত্র পুঞ্জে,মেঘমালায় কিংবা রং ধনু রঙে
তোমাকে খুঁজে ফিরি দিগন্ত রেখায়,নদী তটে কিংবা সবুজ শস্য খেতে
তোমাকে খুঁজে ফিরি হুডটানা রিক্সায়,চলন্ত বাসে কিংবা পায়ে হাটা পথে
তোমাকে খুঁজে ফিরি বই মেলায়,প্রভাত ফেরিতে কিংবা প্রতিবাদ সমাবেশে
তোমাকে খুঁজে ফিরি ক্যাম্পাস চত্বরে,ক্লাস রুমে কিংবা পাবলিক লাইব্রেরিতে
তোমাকে খুঁজে ফিরি উপন্যাসে,নাটকে কিংবা ছোটগল্পে
তোমাকে খুঁজে ফিরি সুরেলা গানে,কবিতায় কিংবা প্রচ্ছদে
তোমাকে খুঁজে ফিরি বাহারি আড্ডায়,সাহিত্য সভায় কিংবা কবিতা আসরে
তোমাকে খুঁজে ফিরি পুরুনো ওয়ালেটে,ফটো এ্যালবামে কিংবা  ফেসবুকে
তোমাকে খুঁজে ফিরি ভাললাগার ক্ষণে,কল্পনার রাজ্যে কিংবা ভাবনার অস্তিত্বে,
তোমাকে আর খুঁজি না; মৃত অতীতের পিছনে ছুটি না
তুমিতো কেবল স্মৃতির ক্যানভাসে আঁকা এক দীর্ঘ ধারাবাহিক ছবি।