আমার হাত থেকে কলম তুলে নিও না;
আমার কলম উত্তমের কথা বলে
সৌন্দর্য ধারণ করে
        নীতির কথা বলে
                   সুকুমার চর্চা করে
                             প্রগতি লালন করে,
আমার কলম সাদা পাতায় শুদ্ধ শব্দের চাষ করে।


আমায় বাকপ্রতিবন্ধী কর না;
আমার কন্ঠ বাকস্বাধীনতার অভিলাষী
নিগৃহীতের পক্ষচারী
         কোমল সুর লহরী
                সত্যের উচাটনে
                      সুশাসনের আওয়াজ তোলে,
আমার কন্ঠরোধ করো না, আমি মুক্তকন্ঠ হতে পারব না।


আমার মস্তিষ্ক বিকৃতি ঘটিও না;
আমার মস্তিষ্ক আমাকে আলোর পথে চালিত করে
উৎকৃষ্ট চিন্তা করে
          ভাল মন্দের পার্থক্য টানে
                  সত্যাগ্রহে অবিচল
                         মনুষ্যত্বে জাগ্রত বিবেক,
স্বাভাবিক মস্তিষ্ক,পঞ্চেন্দ্রিয় নিয়ামনে একজন সম্পূর্ণ মানুষ স্থিত।