আল্লাহ দয়াময়
আলী আমজাদ আল আজাদ
_____________//
আল্লাহ তুমি কত মহান, সীমানা তাহার নাই,
যেইখানে চাই, তব দয়া আর রহম দেখিতে পাই।
পৃথিবীরে কত সুন্দর করে সৃজন করেছো তুমি,
দিয়াছো মোদের অধীন করিয়া জগতের এই ভূমি।


আকাশেরে তুমি করিয়াছো ঢাল, রবিরে করেছো দীপ,
মোদেরে করেছো স্বাধীন, করেছো সৃষ্টির সেরা জীব।
মোদেরে ভুবনে আনিছো তুমি, দিয়াছো সবারে মা,
সবাই সবারে ছাড়িলেও, সেই মা কভু ছাড়ে না।


পূন্য করিলে কইয়াছো তুমি বেহেস্ত করিবে দান,
যেথা চিরসুখ, যেথা নাই দুখ, জীবনের অবসান।
সকলের তরে হইয়াছো তুমি ক্ষমাশীল-দয়াবান,
ক্ষমা করো তারে, যে চায় ক্ষমা, দিয়ে মন, দিয়ে প্রান।


কওকে তুমি ভুখা রাখো না, সৃষ্টি তোমার যত,
হোক সে হাতি কিংবা ক্ষুদ্র পিপড়া-মাছির মত।
পানির অভাব দাও নি তুমি, দিয়াছো সাগর ভরে,
তাহাতে দিয়াছো লবন গুলে, বড় কুদরত করে।


সাগরে তুমি পালিছো কতো হাজার জাতের প্রাণ,
তলদেশে তার দিয়াছো গড়ে ভূবন-পরিস্থান।
হাজার রঙের লক্ষ পাখি দিয়াছো ভূবন ভরে,
তাহাদের রবে, রূপে আর রঙে চক্ষু শীতল করে।


ফুলে ফুলে তুমি সাজায়েছো গাছ করে কত সুন্দর,
দিয়াছো ফুলে গন্ধ গুলে, কত না সে মনোহর।
গাছের শাখা সাজায়েছো তুমি দিয়ে কত ফলমূল,
মধূর বাসের মিষ্টি সে ফল খেয়ে পাই না কূল।


রাতের আঁধার দূর করো তুমি চাঁদের স্নিগ্ধ আলোয়,
জোৎস্না রাতের মায়াবি শোভা কত না মহিমাময়।
মোদের সুপথে চলার লাগি পাঠায়েছো তব বাণী।
শান্তিতে ভরে উঠিবে ধরনী, যদি মোরা তাহা মানি।


তোমার দয়ার কথা বলে কভু শেষ করা নাহি যায়,
তুমি কত বড়, তার সীমা কোনো অন্তর নাহি পায় ।।।