আল্লাহ তুমি মহান
আলী আমজাদ আল আজাদ
______________//
হে আল্লাহ!তুমি যে কত মহান
তুমি এক অদ্বিতীয় তুমি রহমান।


তোমারই নেয়ামত যত দেখি প্রাণে
কত সচ্ছল ফল ফুল মুখরিত ঘ্রাণে।
কত পাখি উড়ে যায়, আকাশ পানে
তাসবীহ তাহলীল পড়ে তোমার শানে।
তুমি আল্লাহ মহান তুমি চির দয়াবান।।


কত ঘাস তরুলতা শুয়ে আছে কার ইশারায়।
কত বৃক্ষরাজি দাড়িয়ে আছে কার ইশারায়
কত পাহাড় দাড়িয়ে আছে কার ইশারায়।
কত মরুভূমি ঝলমল করে কার ইশারায়,
কত ঝর্ণা নহর বয়ে চলে কার ইশারায়।
কত নদীনালা বয়ে চলে কার ইশারায়,
কত সাগর উতাল হয় কার ইশারায়।
             তিনি আল্লাহ রহমান
               সবি তাঁর অনুদান।
কার ইশারায় কদম ফোটে কার ইশারায় বেলী
   কার ইশারায় শাপলা ফোটে জুই চামেলি।
কার ইশারায় পদ্ম ফোটে কার ইশারায় গোলাপ
   কার ইশারায় সূর্যমুখী হাঁসে এত সংলাপ।
               তিনি আল্লাহ সুবহান।
               সবিই তাঁর মেহেরবান।
কত দিবারাত্রি আসে ঘুরে কার ইশারায়
  কত গ্রহ তারা জ্বলে কার ইশারায়।
কত ফুলে সাজাল বসুন্ধরা কার ইশারায়
  কত মেঘ রোদ্দুর আসে কার ইশারায়।
                তিনি আল্লাহ দয়াময়
                সবি তাঁর করুনাময়।
কার ইশারায় গাঁদা ফোটে কার ইশারায় জবা
কার ইশারায় আকাশ পানে প্রোজ্জলিত তারা।
  কার ইশারায় চন্দ্র হাসে কার ইশারায় সূর্য
   কার ইশারায় মানব জাতির এতো রহস্য।
                তিনি আল্লাহ দয়াময়
                সবি তাঁর করুনাময়।
কার ইশারায় নিদ্রা আসে কার ইশারায় মৃত্যু
কার ইশারায় সৃষ্টি কূলের এতো মায়ার কিছু।
কার ইশারায় প্রভাতে ঝিরিঝিরি হিমেল হাওয়া
কার ইশারায়  পাখি কূলের এত গান গাওয়া।
               তিনি আল্লাহ সুবহানাহ।
                 সবি তাঁর করুনায়।।
রচনাকালঃ
১৬/৮/২১ইং
ধর্মপাশা/ রাজাপুর/ সুনামগঞ্জ