আমরা মাজলুম
আলী আমজাদ আল আজাদ


পৃথিবী জুড়ে আজ আমরা নিপীড়িত অত্যাচারীত নির্যাতিত


আমাদের দেহ রক্তাক্ত, হৃদয় ক্ষত-বিক্ষত ।


প্রতিদিন প্রতিক্ষণ আমরা পিষ্ট শোষক-শাসকের পেষণে-


একটি আদর্শের জন্য আজ আমরা নিপতিত, বিরামহীন নির্যাতনে ।


আজ আমাদের একমাত্র পরিচয়, -আমরা মাজলুম ।


একই পন্থায় অভিন্ন দৃষ্টিভঙ্গীতে পৃথিবীব্যাপী চলছে জালিমের জুলুম ।



আমাদের সংগ্রামের ইতিহাস বহু পুরনো, কাল-কালান্তর ধরে-


শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের রক্ত শুষে নিয়েছে মানুষরুপী ভ্যাম্পায়ারে ।


ক্লান্তিহীন অত্যাচারেও অত্যাচারীরা আমাদের থামিয়ে দিতে পারেনি,


দমিয়ে রাখতে পারেনি, শ্লথ করতেও পারেনি,


রুদ্ধ-স্তব্ধ করে দিতে পারেনি আমাদের ন্যায়াভিযান ।


অদম্য বেগে, শ্রান্তিহীন গতিতে আজও তা চলমান ।


অন্যায্যা উপায়ে অসঙ্গত পন্থায় আমাদের উপর বলবৎ জালিমের জুলুম ।


স্থান-কাল পেরিয়ে আমাদের একটাই পরিচয়, -আমরা মাজলুম ।



আমাদের সংগ্রাম অসত্য উৎখাতে, শুদ্ধতার চূড়া ছুঁয়ে আমরা চলেছি ।


সহননীতির শীর্ষ প্রদর্শনে এই অভিযানে শামিল হয়েছি ।


ভ্রষ্ট-ভ্রান্ত, মিথ্যুক-প্রতারক-ভন্ডরা আমাদের কখনো মেনে নিতে পারেনি-


আমাদের সত্যের পতাকাবাহী এই অন্দোলন তারা কভু মেনে নেবে না, নেয়নি ।


অকথ্য-অমানবিক-পৈশাচিক অত্যাচার চালিয়ে-


ইতিহাসের বর্বরতম, নিষ্ঠুরতম ঘৃণ্য কৌশল নিয়ে,


জঘন্য চক্রান্তে মেতে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রক্তের হোলিখেলায় মেতে উঠে ।


সত্যব্রতীদের আক্রান্ত করে সত্যের পরিপন্থীরা নৃশংষ যজ্ঞে মেতে উঠে ।


তবুও আমাদের দাবিয়ে রাখা যায়নি, যাবে না-


আরো একতাবদ্ধ হয়ে ঐশী বলে বলীয়ান হয়েছি ।


একতার রজ্জুকে আঁকড়ে ধরে ঐক্যের বন্ধন গড়েছি ।



হে আমার, ন্যায়ের পথে অকুতোভয় সংগ্রামী ভাইয়েরা,


অন্যায়ের সাথে আপোষহীন, সত্যপন্থী মাজলুম বোনেরা,


শোন হে, আঁধারের বিপরীতে আলোর পথের অভিযাত্রীরা,


তাগুতের বিনাশে, অবিশ্বাসী-শয়তানদের বিপরীতে স্রষ্টার পথে বিশ্বাসীরা,


আমাদের থেমে যাওয়া চলবে না ।


আমরা কখনো থেমে যেতে পারবো না ।


শত লাঞ্চনা-প্রবঞ্চণা দলিত করেছি ; আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখেছে জালিমের জুলুম ।


যুগ যুগ ধরে, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয়, -আমরা মাজলুম ।



জালিমের চাবুক যত বেশী সপাং সপাং করবে,


জুলুমবাজদের তলোয়ার যত ধারালো হবে-


সূর্য কিরনে তা যত ঔজ্জল্য ছড়াবে,


অত্যাচারীর লাঠিয়াল বাহিনীর লাঠি যত বেশী আমাদের পিঠে আঘাত হানবে,


শোসকের অস্ত্র-বুলেটে আমাদের যত রক্ত ঝরবে,


যত বেশী তাদের বুটজুতার আঘাতে জর্জরিত হবে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ ।


তত বেশী সত্যের সন্নিকটে বিবেচিত হবো আমরা ; পাবো স্রষ্টার সঙ্গ ।


আমাদের রুখে দিতে চাইবে এই ভোগবাদী শোষক-জালিমেরা-


তবুও পিছু হটবো না আমরা ।


আমরা পিছু হটতে পারবো না ।


আমাদের পেছানো যাবে না, মন্থর হওয়া চলবে না ।



পাশ্চাত্যের পুঁজিবাদী শোষকেরা, গনতন্ত্রকে গলাটিপে হত্যাকারীরা-


ছদ্মবেশী, মুখোশধারী, মিথ্যা-গনতন্ত্রের ধ্বজাধারী তারাঁ ।


তাদের সাথে একাত্ন হয়েছে স্বদেশী লোভী স্বার্থান্বেষী-ঘাতকেরা-


মুনাফিক, বিশ্বাসঘাতক, ক্ষমতাপিপাসু ভোগী-শয়তান নামে পরিচিত যারা ।


সবাই মিলে আমাদের সংগ্রাম থামিয়ে দিতে চায়,


স্বদেশের রাজপথ রঞ্জিত করে, বিনাদ্বিধায় ভাইয়ের রক্তঝরায় বিকারহীন নিষ্ঠুরতায় ।


নির্মম অত্যাচারের ষ্টীমরোলার চালিয়ে মাজলুমের আর্তনাদে কাঁপায় কারাগার,


বিনাবিচারে ধরপাকড় করে ত্রাস সৃষ্টির এক নিস্ফল-নির্বোধ প্রচেষ্টা চালায় বারবার ।


আমরা ত্যাগী, সত্যান্বেষী আমরা সংগ্রামী কোনকিছুতে আমরা ভীত-বিচলিত নই ।


স্বজন হারানোর শোক ভুলে, সত্যের জন্য আপনারে উজার করে আমরা অকুতোভয় ।



আমাদের আত্নদান এক মহান সাধনা, জান-মাল দিয়ে আমরা লড়ছি


বিধাতার সন্তুষ্টি সাধনই একমাত্র লক্ষ্য, একমাত্র কামনা ; সেই পথেই চলেছি ।


ধরার বুকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অব্যহত আমাদের সংগ্রাম ।


উৎসর্গীকৃত আমরা সত্যের জন্য, স্রষ্টার জন্য বিলিয়ে সবটুকু অবিরাম ।


আমরা জানি, স্রষ্টা আমাদের সাথেই আছেন, আমরা যে মাজলুম ।


আমরা এই সঠিক-অভ্রান্ত-সত্য পথেই অটল রব ; চলুক জালিমের জুলুম ।


আমাদের এই পথেই থাকতে হবে, আমাদের পথই এই-


ন্যায় প্রতিষ্টায় এর বিকল্প আর কিছু নেই ।



শোষিত-বঞ্চিত মাজলুমের সহায় বিধাতা-


আমাদের ভয় নেই, আমরা অবলম্বন করেছি স্বর্গপন্থী সত্যপন্থা ।


আমাদের জানা আছে, জুলুমবাজদের এই ক্ষনিকের মহা আস্ফালন


অচিরেই অবনমিত হবে, ঘটবে ভয়ানক পতন ।


আমরা সহ্য করেছি, ধৈর্য্য ধরেছি, এটাই আমাদের প্রতিবাদের ধরন


আঘাতে আঘাতে নিঃশেষ হয়ে, হাসিমুখে করেছি শাহাদাত বরণ ।


আমরা রক্ত দিয়েছি উহুদ-কারবালায় আজও দিচ্ছি পৃথিবীর নানা প্রান্তে-


সাগর পরিমান রক্তদানে, অগণিত প্রাণ বিসর্জনে আমাদের সংগ্রাম এসেছে এই পর্যন্তে ।


পৃথিবীতে আমাদের কোন মোহ নেই, দেশ ও দশের কল্যানের তরে খেটে চলেছি ।


আমাদের কামনা স্বর্গীয় এক সুধা, যার জন্য নির্ভীক হয়ে আমরা ছুটছি তো ছুটছি ।


আমাদের রক্তে স্নান করে, আমাদের পুতে ফেললেও স্থায়ী হবে না জালিমের জুলুম ।


সংখ্যায় অগুনিত আমরা, পাশে স্বয়ং বিধাতা আমাদের পরিচয় একটাই- আমরা মাজলুম ।