অাসবে কবে সেই দিন?
অালী অামজাদ আল আজাদ
_________//
অাসবে কবে সেই দিন।
ও বন্ধু!
আসবে কবে সেই দিন।


বুকে কোরআন,হাতে কৃপাণ,
বাজাবে মরন বীণ।
ও বন্ধু
আসবে কবে সেই দিন।


অস্ত্রশস্ত্র কাঁধে তুলে
নিনাদ-নিধান হুংকার ছেড়ে।
এগিঁয়ে চলবে নবীন।
ও বন্ধু!
অাসবে কবে সেই দিন?


অাসবে কবে সেই বাহুবল।
অাষ্টে-পৃষ্ঠে অগ্নি অনল জ্বলন।
হবে প্রকৃষ্ট বীর প্রবীণ।
ও বন্ধু!
অাসবে কবে সেই দিন?


অাসবে কবে দুর্দম-দুরন্ত-দুর্বার
কোথায় সে ভেঙে করে চুর্মার!
চলবে দুর্গম রীণ?
ও বন্ধু!
আসবে কবে সেই দিন?


অাসবে কবে দীপ্য-দীপাধার?
দুঃখ-বেদনা হটবে অাঁধার?
হবে সে-যে জহিন।
ও বন্ধু!
অাসবে কবে সেই দিন?


দুলবে কবে জয় -জয়ন্তী?
গর্জে উঠবে চির শান্তি।
উড্ডীন হবে দ্বিন।
ও বন্ধু!
আসবে কবে সেই দিন?