এ মিছে দুনিয়া
আলী আমজাদ আল আজাদ
______________//
এই দুনিয়ার রঙ তামাশায় আছি মোরা ডুবে
যখন তখন ডাক আসিলে চলে যেতে হবে।
কিসের সাধন কিসের বাঁধন কিসের দুনিয়া,
মায়ার বাঁধন সুখী জীবন সবি যাবে ছাড়িয়া
মিছে দুনিয়ার মোহনায় মোহে আছি পড়িয়া।


আল্লাহ বলো রাসুল বলো সবি গেছি ভুলে
ঈমান ইসলাম সবি ছেড়ে  আছি মশগুলে।


বিলাসিতায় কাটছে জীবন সুখের মোহনায়
এই দুনিয়া দেখছি যাহা সবি মিছে মায়াখানা
দুনিয়া হলো নাটকের মঞ্চ আজব কারখানা
দুনিয়া কিছু কালের রঙমহল সাথে যাবেনা
এ মিছে দুনিয়ার মায়ার বাঁধনে আছি ডুবিয়া


আল্লাহ বলেন
এই দুনিয়া টা আমার কাছে মৃত পঁচা এক প্রাণী
কেউবা ধরবে কেউবা ছাড়বে করবে টানাটানি
এই দুনিয়া সবিই ধোঁকা বুঝবে কোরানের জ্ঞানী
না বুঝিয়া কত লোকে হবে জীবন বিপদগামী,
এই মিছে দুনিয়ার রঙ মোহনায় আছি ডুবিয়া।


কত স্মৃতি কত প্রীতি কত স্নেহের এ ফুটপাতে
প্রিয়বন্ধু বলো স্বজন বলো কেউ যাবে না সাথে
আসছি একাই ভবের মায়ায় একাই যেতে হবে
এই মিছে দুনিয়ার রঙমহলে আছি পড়িয়া,
কখন জানি যেতে হবে সবি ছাড়িয়া।
এ মিছে দুনিয়ায় মোহে আছি পড়িয়া।।


রচনাকালঃ ২৮/৮/২১ইখ