বাদল দিনে
আলী আমজাদ আল আজাদ
____________//
আকাশ ভাঙিয়া ঝরিছে বাদল অবিরাম দিনরাতি,
ঘরের আঙিনা ভাসিয়া গিয়াছে নিবেছে সকল বাতি।


কদম ফুলের পাপড়ি ঝরিয়া পড়িছে বাটের গায়ে,
কচি লতাগুলি হেলিয়া পড়িছে জল মাখা মৃদু বায়ে।


ঝরা পাতা, ঝরা ফুলগুলি যায় ভাসিয়া অজানা পথে,
কচিকাচাদের কাগজের নাউ ভাসে তারি সাথে সাথে।


চড়ুই পাখিরা লুকিয়ে ডাকে সিক্ত পাতার ফাঁকে,
সাদা বকগুলি বিলের কিনারে নিরবে দাড়িয়ে থাকে।


পুকুর দিঘীর কূল ডুবেছে ধরিতে আর না পারি,
মাছেরা ছুটেছে মনের খুশিতে আপন গৃহ ছাড়ি।


পথের শিশুরা নেমেছে পথে করে কাদা মাখামাখি,
ঘরের শিশুটি রঙ পেন্সিলে করিছে আঁকা-আকি।


পাড়ার ছেলেরা বড়শি গাথিয়া মাছ ধরে আনে ঘরে,
তাই না দেখে মা-বোনেদের হাসি-খুশি নাহি ধরে।


সারাটিদিন ক্লান্তিবহীন অঝোরে ঝরিছে বারি,
সুনীল আকাশ ঢেকেছে মেঘে সূর্য গিয়াছে হারি।


মেঘের দেশের গুড়গুড় ধ্বনি ভেসে আসে ক্ষনে ক্ষনে,
টিনের চালে বৃষ্টির ফোটা টপটপ ধ্বনি বোনে।।