ভালবাসা
আলী আমজাদ আল আজাদ


ঘন আঁখির পল্লবে তোর কি লুকিয়ে রাখা
না হলে তুই বল না, আমার কেন চেয়ে থাকা
প্রতিখনে তোকে দেখি মিটে না তো আশা
একেই কি প্রেম বলেরে! এই কি ভালবাসা ?


আমার সকল কাজের মাঝে তোর ই বসবাস
তোকে ভেবে দিন চলে যায় সপ্তাহ আরও মাস
এমন কি জাদুর মায়ায় আমায় কাছে ডাকিস
আমার তরে রাত্রিবেলা তুই কি জেগে থাকিস ।



আকাশেতে পূর্ণিমার চাঁদ যখন করে খেলা
পুবাকাশে নিঝুম রাতে বসে তারার মেলা
আমার তখন হুট করে খুব তোকে মনে পরে
আমার তরে মনটা কি তোর আমার মতই করে ?


একটু খানি আঁচ করে দ্যাখ আমার কোন শোন
সত্যিকারে একবারে ই তুই পারিস দিতে মন ।
যদি অকারণে আমার তরে হৃদয়ে ঝড় বয়
বুঝবি তবে তোর সে হৃদয় শুধুই প্রেমময় ।