বর্জন করো
আলী আমজাদ আল আজাদ


তর্ক নহে যুক্তিহীন,
আলোচনা ভিত্তি হীন,
ছোট লোকের সঙ্গে ঋণ,
করবেনা কোন দিন।


নীতিহীন রাজনীতি,
দরবারে স্বজন প্রীত,
হেয়ালীতে ভয়-ভীতি,
সেবা নামের দুর্নীতি।


প্রেম নামে প্রহসন,
লোভে মত্ত পর ধন,
পরশ্রী কাতর মন,
সুখ কি পেয়েছে কখন ?


দুষ্ট লোকের মিষ্টি কথায়-
ছাড়বেনা শীতের কাঁথা,
অচিরেই বিরহ ব্যথা-
ভাসাবে নয়ন পাতা।


নীতিতে থাক অটল,
হারাবেনা মনোবল,
ঝড়ুক শত নয়ন জল,
সত্যিই হোক চির সম্বল।।