চড়ুই পাখি
আলী আমজাদ আল আজাদ
____________//
মিষ্টি চারটি চড়ুই পাখি বসিয়া গাছের ডালে,
মহানন্দে গল্প করে হাওয়ায় দুলে দুলে।


বড় জানিতে ইচ্ছা হয়, কি কথা তাহারা কয়,
কি সুর প্রানে বহন করিয়া কন্ঠে বাধিয়া লয়।


একটি চড়ুই মুখেতে ধরিয়া দুইটি শস্য দানা,
হয়তো ঘরেতে রাখিয়া আসিছে ছোট ছোট দুটি ছানা।


দুইটি চড়ুই পাশাপাশি বসি গায়ে-গায়ে লাগি আছে,
হয়তো নতুন জীবনের আশে সংসার বাধিয়াছে।


দেখিতে দেখিতে হঠাৎ করিয়া বৃষ্টি নামিয়া আসে,
পাখিগুলো সব উড়ে যায়, শুধু একটি থাকে বসে।


নয়নে তাহার নীরব চাহনি, কন্ঠে করুন সুর,
বন্ধু কি তার হারায়ে গিয়াছে তারে ছেড়ে বহু দুর।


দেখি আর ভাবি, ক্ষুদ্র হলেও নয়তো ক্ষুদ্র এই পাখিদের প্রান,
জীবনের সুখ দুঃখে তাহারা মানুষের সম মান ।।

রচনাকালঃ ৬/৩/২০ইং