দাওয়াত
আলী আমজাদ আল আজাদ


সিলেটে তে যাও যদি বন্ধু, আমার বাড়ি যাইয়ো
ধনিয়া পাতার চাটনি দিয়া কালার রুটি খাইয়ো।


গাছে গাছে আছে বন্ধু নানান যাতের আম
আরো দেখবে বন্ধু তুমি কালা কালা জাম।


গাছ থাইকা নামাইয়া দিমু মজা কইরে খাইয়ো
ইচ্ছে হইলে প্রানো বন্ধু আমার বাড়ি যাইয়ো।


আম খাইয়ো, জাম খাইয়ো আরও খাইয়ো লিচু
ইচ্ছে মত খাইয়ো তুমি বলবো না তো কিছু।


ক্ষেত থাইকা আইনা দিমু টাটকা টাটকা পান
বইসে বইসে খাইয়ো আর গাইয়ো মধুর গান।


খাওয়া শেষে দেখতে যাইয়ো চা বাগানের হর
আরো দেখবা  পাশেই আছে পদ্মানদীর চর।

আরো দেখবা বন্ধু তুমি, কত চিড়িয়াখানা
টিকিট কাইটা ঢুকবা তুমি করবেনা কেউ মানা।

তারপরে এসো বন্ধু শাহ -জালালের মাজারে
দেখবা সেখানে আছে মানুষ, হাজার হাজারে।


দওয়াত দিলাম বন্ধু তোমায়, আয়সো ঈদের দিনে
তোমায় নিয়ে ঘুরতে যাবো, থাকবো পাশে প্রাণে


আরো কিছু থাকলো গোপন খাওয়ার এবং দেখার
সাক্ষাতে সব হইবে কথা, সময় নাই যে লেখার।।