দ্বীন ইসলাম
আলী আমজাদ আল আজাদ


(‘শুরু করিলাম,লয়ে নাম আল্লাহর-
যিনি পরম দয়াময়,যার করুণা অপার’)


ইসলাম কোন ধর্মই নহে,নয়তো সবার সেরা,
আসেনিকো সে মুহাম্মাদ হতে,মাড়িয়ে গুহায়ে হেরা।
ধর্ম-পূজে-ধর্মান্ধরা,গাহে রচিত ধর্মের গান,
খোঁজে তাঁরা জাত-ধর্ম-বর্ণ,উঁচু-নীচুর মান।


ইসলাম বলে,ধর্ম গুরুর ধর্ম প্রথা,কভু যেন না মানি,
মগজে নয়,ক্বলবে পোষও,কুরআন-হাদীসের বাণী।
ইসলাম আল্লাহ‌র,এক মাত্র দ্বীন,সকল-যুগ-মানবতার,
আদম থেকে মুহাম্মদ সবে,বহিছে ইসলামের বাণী-ভার।


যুগে-যুগে সকল নবী,দ্বীনের পথে করিছেন আহবান,
আল্লাহ‌র জমিনে,দ্বীন-প্রতিষ্ঠায়,উৎসর্গ করিছে প্রাণ।


দ্বীন-দুনিয়া গড়িতে আদম,বেহেশত হতে এলো নামি,
দ্বীন হীন দুনিয়া,প্রভুর দরবারে,অতি তুচ্ছ বে-দামী ।


দ্বীনের দাওয়াতে নূহ,দুনিয়া বিচরণ,সাড়ে-নয়-শত বছর,
আশি জন কিস্তিতে,বাকি সব গ্রাসিল মহা প্লাবন- ঝড়।
পিতা-পুত্র-রক্তের টানে-বাঁচতে পারেনি কেনান,
দ্বীনের কাছে দুনিয়া মিছে,সব চেয়ে বড় ঈমান।


দ্বীন প্রচারে নবী গণ করিছে,কত ত্যাগ-তিতিক্ষা,
ইসা-মুসা সহ ইব্রাহীম দিলো কত শত অগ্নি পরীক্ষা।
প্রভুর পরম বন্ধু সইলো কত লাঞ্ছনা-বঞ্ছনা কত যে আঘাত,
ঝড়ালো কত অশ্রু-রক্ত-ঘাম,ওহুদের ময়দানে ভাঙ্গিল দাঁত।
বাদশাহীর আসন,শত ললনার লালসা,দেখাল কাফির-গণ,
শুধাল মুহাম্মদ,চন্দ্র-সূর্য হাতে দিলেও করবনা তাহা বরণ।
নির্যাতিত মুহাম্মদ(স)মাতৃ ভূমির মায়া ছেড়ে করিল হিজরত,
তবু করেনি আঁতাত,ছাড়েনি সত্য প্রচার,ছাড়েনিকো দ্বীনের পথ।
দ্বীনের পরশে জাহিল হৃদয়,মুহাম্মাদ(স)করিল জয়,
দ্বীনের আলোয় মুসলিম পেলো চির সত্য-প্রভুর-পরিচয়