সুখের ধ্বংস
আলী আমজাদ আল আজাদ


ভালো কথা ভালোবাসি সংশয় করো কেন?
ঝগড়া করে বারে বারে দূরে ঠেল কেন?
নষ্ট করে আশা
হয়না ভালোবাসা
এক বুকের সিদ্ধান্তে কাঁদে আরেক বুক
এভাবেই ধ্বংস হয় ভালোবাসার সুখ।


যদি মধু নববধূ চুরি করে খায়
গুণীজনকে না বলে বাপের বাড়ি যায়
গুণীজনের রাগ
সংসার হয় ভাগ
তখন আর লাভ হয়না কান্না করে মুখ
এভাবেই ধ্বংস হয় পরিবারের সুখ।


চলার পথে বন্ধুর সাথে কথা আর কাজে
মিল যদি না থাকে খুব দ্বন্দ্ব বাজে
বিশ্বাস করলে ভঙ্গ
হলে মিথ্যার সঙ্গ
বন্ধু তখন শুত্রু হয় চায় বন্ধুর দুঃখ
এভাবেই ধ্বংস হয় বন্ধুত্বের সুখ।


আপন সন্তান হলে মাস্তান মানুষ করলে খুন
বদনাম যদি সবাই করে কেউ না গাইলে গুণ
বাপ-মায়ের মন
কাঁদে সারাক্ষণ
সবকিছু থেকেও যেন অভাবে থাকে বুক
এভাবেই ধ্বংস হয় বাপ-মায়ের সুখ।


হিংসা করে,লোভ করে,করে মারামারি
পৃথিবীতে দিনে দিনে বাড়ছে আহাজারি।
অন্যকে করো দান
মানুষ মহিয়ান
দেখবে মানুষ দুঃখ তোমার রবেনা এতটুক
আমার আর লিখতে হবে না ধ্বংস হলো সুখ।