দুর্নীতি
আলী আমজাদ আল আজাদ


কে বলে ভাই নীতি নেই নীতি সেতো দূরে,
তাই তো সমাজ দুর্নীতিতে গেছে পুরা ভরে।
চলছে নীতি নেতার মতে নীতির মতে নয়,
এ সমাজের কথা বলতে লাগে ভীষণ ভয়।


বিষাক্ত বাষ্পে যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হয়,
নোংরা পানি পানে তেমন ডাইরিয়াতে লয়।
বনের মাঝে বাঘের থাবায় জীবন রাখা ভার
নদীর মাঝে থাকলে কুমির সাঁতার কাটা সার।


সাগর বারি দৃষ্টিধারী তৃষ্ণা নাহি মেটে
মরুর মাঝে চলার পথে ছাতি যাবে ফেটে।
দুর্নীতি ঠিক তেমন জিনিষ খুন খারাবী যত
হত্যা, গুম, রাহাজানি চালায় অবিরত।


মিথ্যা, যেনা, ব্যভিচার হারাম কর্মে ভরে,
নেবে বেশী দেবে কম বিবেক গেছে মরে।


শক্তি করে মিথ্যা বিজয় সত্য ধরাশাই,
নীতিবিহীন খুনীর করে জ্বলছে ধরাময়।
হায়রে ভবে কবে হবে নীতির আবাসন
দুর্নীতিবাজ সমাজ থেকে বাঁচাও জনগণ।