ঈদের খুশি
আলী আমজাদ আল আজাদ


ঈদ পবিত্র, ঈদ খুশির, ঈদ আনন্দের,
ঈদ ক্ষমার, ঈদ প্রার্থনার, ঈদ আবেগের।
ঈদ আসলে সকল ভুলে যত মুসলমান,
পড়বে নামাজ এক কাতারে ভুলে ব্যবধান।


ঈদের দিনে সবার মনে আনন্দে নামে ঢল,
চোখে সুরমা গায়ে আতর উৎফুল্ল মনে চল।
ঈদে রোজার শ্রেষ্ঠ পুরস্কার দিবেন দয়াময়,
ত্রিশ রোজা আল্লাহর কাছে কবুল যেন হয়।


ঈদের নামাজ পড়া শেষে করবে মোনাজাত,
আপন করে সবার সনে করবে মোলাকাত।
ঈদ এলে গরীব যারা,যাকাত ফিতরা পায় তারা,
হরেক রঙের নতুন জামা,পরে আজ মাতোয়ারা।


ঈদ মুসলমানদের বড়ই খুশির পবিত্র উৎসব,
আবাল-বৃদ্ধ বাদশা-ফকির সবার মুখেই রব।।