গাহি তাতানোর গান!
অালী অামজাদ অাল অাজাদ।
-----------//
আমি এক নামমাত্র কবি
বীর-তাতানোর গাহি গান।
শক্তি-সাহস যতই থাক
থাকতে হবে মুক্ত প্রাণ।
.
এক সাথে মোদের লড়তে হবে শাহাদাতের খুন ময়দানে,
অাকাশ-বাতাস কাঁপত যেন
মোদের সংহার গর্জনে।
.
এসো ভাই শপথ করি
দ্বিনের তরে জিবণ-দান,
মরলে শহিদ বাঁচলে গাজী।
ইতি হাসে
স্বর্ণাক্ষরে রবে নাম।
.
অামরা হলাম বীরের জাতি
সাহাবীদের বংশধর,
রণ-ভেরীতে বিজয়ী অামরা
এক স্লোগানে অাল্লাহ অাকবার।
.
বীর জাতিদের নেহি ভয়
দুশমন দেখলেই ক্ষ্যাপে যায়,
শক্ত করে গাড়টা ধরে
কুবা শামসু কুবিয়ে যায়।।
রচনাঃ
তাঃ24/09/17ইং