হে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম
আলী আমজাদ আল আজাদ
__________//
তুমি বাংলার প্রতি পরতে পরতে,
ছড়িয়ে আছো কবি।
তুমি জাগিয়ে দিয়েছ মনের হরষে,
ঘুমন্ত সেই রবি।


তুমি লিখেছ কত গল্প, উপন্যাস,
কাব্য, কবিতা, গান।
তুমি বাংলা সাহিত্যের জগতে দিলে,
নব সঞ্চার প্রাণ।


তুমি লিখেছ কত বিদ্রোহী কথা,
যেখানে দেখেছ ব্যাথা।
তুমি কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছ,
হৃদয়ে থাকা মানবতা।


তুমি সাম্য, মৈত্রীর কথা লিখেছ,
ছড়িয়ে দিতে সম্প্রীতি।
তুমি মুক্ত চিন্তা লিখে গিয়েছ,
হবে না তার ইতি।


তুমি সুর বেঁধেছ, ছড়িয়ে দিয়েছ,
আজো অন্তরে বাজে।
তোমার জ্ঞানের মশাল জ্বালাই,
দৃপ্ত চেতনার কাজে।


তুমি যাওনি বহুদূর জ্ঞান আহরণে,
করেছিলে কত কষ্ট।
তোমায় জ্ঞান দিয়েছেন মহান প্রভু,
তাই হয়েছ তুমি শ্রেষ্ঠ।


তোমার লিখাতে প্রেম,বিরহ আর
তারুণ্যের যৌবন গাঁথা।
আছে বিদ্রোহী ডাক, নব চেতনা,
লিখেছ শিশুদের জন্য পাতা।


তুমি ছিলে, আছো, থাকবে কবি,
তোমার লিখনি সৃষ্টির মাঝে।
তুমি ছুঁয়ে গেছো ভক্ত,পাঠকের মন,
তাই নব উদ্দ্যমে সাজে।


তোমায় নিয়ে যত লিখি কবি,
শেষ চায় না মন।
তোমায় নিয়ে নব ভাবনা গুলো,
লিখতে চায় সারাক্ষণ।


তোমায় শ্রদ্ধার সাথে স্বরণ করি।
আছে জগত জুড়ে নাম।
তুমি অমর হয়ে আছো, হে প্রিয়
কবি কাজী নজরুল ইসলাম।