ঝনাৎ ঝনাৎ।
আলী আমজাদ আল আজাদ
==========\\
ঐ শোনা যায় ঝনাৎ ঝনাৎ
আসছে ঝটে দিচ্ছে ঝটাক,
ঝটাকের প্রলয় বেগে,
মুজরিম-রা যাচ্ছে কেঁপে।


জালিমের ঝিকুটাতে
কৃপাণ টা দিচ্ছে গেঁথে।
ঝুমুরের ঝুনুর-ঝুনুর
ঝরছে জালিম ঝুরুর-ঝুরুর।


রণশিঙা ঋষির সুরে
মৃত্যুর ভয় খাচ্ছে থরে।
ঋকের বীণ বাজায় কবি
ভৃঙ্গরা আজ জাগো সবি।


প্রয়াণে ভয় পাচ্ছ যারা
ঈমান নিবে কেড়ে ওরা
ঐ প্রলয়েসে জাগো তঁরা।
তুই প্রবীণ, তুই মহাবীর
জাগো নবীন, জাগো মুহাজির।
প্রবচনেরর কাব্যে ফেলে
কবির অগ্নে উঠবে জ্বলে।।।


(কবিতার শব্দাভিধানঃ)
# ঝনাৎ -ঝনঝন শব্দ[বাং. ঝনৎ (ধ্বন্যা+কার]।
# ঝট -অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি।
# ঝটাক বি.=ঝড়,~ বর্ত বি. ঘূর্ণিবাতাস।
# ঝিকুট -মস্তক, মাথার ভিতরে নরম অংশ,ঘিলু।
# কৃপাণ -তরবারী।
# ঝুমরি -সংগীতের শৃঙ্গার সাত্মক রাগিণী বিশেষ।
# ঝুনুঝুনু বি.র-,ঝুনুর -ঝুনুর =নূপুর ঘুঙুর প্রভৃতি মৃদুমধুর অাওয়াজ।
# ঝুরু . ঝুরু -মৃদু ঝর ঝর শব্দ,শুষ্ক অসংলগ্ন।
# ঋক -ছন্দোব্ধ বেদমন্ত্র বিশেষ।
# ঋষি -মন্ত্রদ্রষ্টা মুনি,বেদ মন্ত্রের
সংকলয়িতা যোগী।
# ভৃঙ্গ -তোমরা।
# প্রয়াণ -মৃত্যু।
# প্রলয়েসে -নটরাজ, শিব।
# প্রবীণ -বিজ্ঞ,বহুদর্শী।
# প্রবীর -প্রকৃষ্ট বীর,মহাবীর।
# প্রবচন -বেদপ্রবচন।
(নতুন তুফান বই পৃষ্ঠা নং ১১)