জয়-পরাজয়
আলী আমজাদ আল আজাদ


হেরে গেছো ভেবে যদি থেমে তুমি যাও
কেমন করে কূলে ভিড়াও তোমার জীবন নাও ।


জয়-পরাজয় অংশ জীবন এমন বেঁচে থাকা
হারকে দিয়ে জয়ের মালা গর্ব ধরে রাখা ।


এক জীবনে সব চাওয়া তো হয়না কারো পূরণ
কিছু-কিছু ছুটে হারায় করো তারে বরণ ।


যুদ্ধ করে বাঁচার নামে বাঁচাটাই তো জীবন
থেমে যাবে যখন তুমি আসবে তখন মরণ ।


কর্মে তুমি বেঁচে র’বে অনেক গুলো বছর
বিনা জয়ে ভুলবে সবাই কয়েক বছর পর ।