কা‘বার আহবান
আলী আমজাদ আল আজাদ


বহু দিন হ’তে কান পেতে শুনি কা‘বার আহবান,
শুনিয়া সে ডাক চলে যেতে সেথা মন করে আনচান।
প্রাণের প্রিয় নবীজী আমার যেথায় ঘুমিয়ে আছে,
যাবো আমি সেথা আমার নবীর প্রিয় স্বদেশ মাঝে।


নিশি জাগরণে শয়নে  স্বপনে কা‘বার স্বপ্ন দেখি,
হৃদয়ের পটে মরুপ্রান্তরের নিখুঁত চিত্র অাঁকি।
নবীজী আমার যেথায় যেথায় রেখেছেন চরণ দু’টি,
তনু-মন মম সেথায় লুটিয়ে শিরেতে মাখিবে মাটি।


ঝরিছে রুধীর মারিছে নবীর অভাগা তায়েফবাসি,
প্রতিশোধ তবু নেয়নি মোটেও সয়ে গেছে সবি হাসি।
দয়ার নবী হাসি ভরা মুখে সয়েছেন অত্যাচার,
একদিনও তরে হয়নি কখনও দয়ার রুদ্ধ দ্বার।


মক্কার কা‘বায় যাব আমি যাব আর যাব মদীনায়,
আমার রাসূল ঘুমিয়ে যেখানে চিরদিন নিরালায়।
এহরাম বেঁধে তালবিয়াহ পাঠে রত আমি সেথা রবো
তাওয়াফ-সাঈ, দো‘আ ও দরূদে সব গোনাহ ঝেড়ে লবো।


হাজারে আসওয়াদ চুমিবার সাধ মিটাতে আমি যেন পারি,
আমি মেহমান আল্লাহ মেজবান আজিকে আমি তো দ্বারী।
নাম নিতে নয় দাম নিতেও নয় শুধুতো প্রাণের টানে,
হৃদি মন আমার চলে যায় সেথা কা‘বার এ আহবানে।


ওগো আমার পরোয়ারদেগার এসেছি তোমার দ্বারে,
তুমি ছাড়া আর নাই তো কেহই আমারে ক্ষমিতে পারে।
ক্ষমা কর মোরে পাপী তাপী আমি ওগো আমার পরোয়ার!
গোনাহগার তরে তোমার দয়ার করো না রুদ্ধ দ্বার।