কার ইশারায় ২
আলী আমজাদ আল আজাদ
জানতে যদি কার ইশারায় চন্দ্র সূর্য হাঁসে,
কার ইশারায় দিবা রাত্রি ঘুরে ফিরে আসে।
কার ইশারায় পাহাড় হতে ঝর্না ধারা বয়,
কাহার প্রেমে জীবন প্রদীপ এতো মধুময়।
কার ইশারায় মেঘমালা ঐ মহাশূন্যে ভাসে,
কার ইশারায় গ্রহ তারা জ্বলে ঐ আকাশে।
কার মহিমায় সাগর নদী জোয়ার ভাটায় ছোটে,
বন বাগিচায় কার মহিমায় এতো ফুল ফোটে।
সুরে সুরে পাখিরা গায় কাহার প্রেমের গান,
মায়ার এই পৃথিবী বলো, কাহার অবদান ?
জানতে যদি কার করুণায় বিন্দু থেকে কায়া,
কে সৃজিল এই ধরণী রোদ-বৃষ্টি,আলো-ছায়া?
জানতে যদি কে সৃজিল নির্ভুল এই ধরা ?
ফুলে-ফলে কে সাঁজাল নিপুণ বসুন্ধরা ?
জানতে যদি তোমার আমার সৃষ্টিকর্তা কে ?
কে আমাদের সদা-সর্বদা পাশে পাশে থাকে ?
মানতে যদি তাহার বিধান জীবন চলার পথে,
হতাম মোরা চির সুখি আপন আপন জান্নাতে।