কেন ?
আলী আমজাদ আল আজাদ


কেন স্বাধীন বাংলার মানুষ হারাবে, বাক স্বাধীনতা ?
কেন সভ্য সমাজে চলছে হরদম, যৌতুকের কু-প্রথা ?
কেন বাধ্য করা আকাশ চুম্বী, বাকী দেন মোহর ?
কেন উপঢৌকোন বাকীতে কান্নায় কাটে, নব বধূর প্রহর ?
কেন পিতা দেয়না কন্যাকে তার, সম্পদের প্রাপ্য ভাগ?
তবে কেন মান বাঁচাতে উপহার দেয়ার, এতটা হাঁক-ডাক ?


কেন দেশের শীর্ষ বিদ্যা পীঠে হয়, জেনার সেন্সুরী ?
কেন সাধু সমাজে প্রতিনিয়তই, ধর্ষিত হয় নারী ?
কেন করছে মেয়ের বস্ত্র হরণ, যৌন-জৌলুস পিতা ?
আবার নারী-নেত্রীর কাজের মেয়েটি, হচ্ছে নির্যাতিতা,


কেন মূর্খ-ত্রাস,খুনি-লম্পট, হচ্ছে সমাজ পতি?
কেন সুদ-ঘুষে জর্জরিত, অভিশপ্ত ফাইল-নথি ?
কেন রাজার-রাজ্য দখল লড়াইয়ে, মরবে জনগণ ?
কেন রাজনীতি আজ নীতি হারা, মিথ্যা প্রহসন?
কেন রাজার বিলাসে প্রজারা বহিবে, অসম ঋণের ভার ?
কেন নির্বাচন ইশতিহারে চলে, অবাধ মিথ্যাচার ?


কেন মিথ্যা মামলার ফাঁদে বেকসুর, মরবে হাজত খেটে ?
কেন পুলিশ ধরে করছে গুলি, হাত কড়া যার হাতে ?
কেন অন্নের পাহাড় গড়িয়া কৃষক, থাকে অন্ন হীন ?
কেন ভবের লজ্জা ঢাকিয়া তাঁতি, নিজেই বস্ত্র হীন ?
কেন সেবা নামে করছে শোষণ এন জি ও সুদ-খোর ?
কেন মসজিদ কমিটি বে-নামাজি গুন্ডা, ডাকাত-চোর ?
কেন মদন মিয়া মন্ত্রী হয়ে, গড়ছে টাকার পাহাড় ?
আবার দেশের সম্পদ গুলো, করছে বিদেশ পার।