কেউবা বলে আমায়
আলী আমজাদ আল আজাদ
--------------////
কেউ বলে আমায় ক্ষিপ্ত পাগল
কেউ বা বলে উন্মাদ,
কেউ বা বলে বিদ্রোহী আমি
কেউ বা বলে কাইকুবাদ।
কেউ বা বলে চেতনার কবি
কেউ বা বলে সাধনার,
কেউ বা বলে মুক্তির কবি
কেউ বা বলে আরাধনার।
কেউ বা বলে বিরহী কবি
কেউ বা বলে রোমান্টিক,
কেউ বা বলে অনলে জ্বলন
কেউ বা বলে সৈনিক।
কেউ বা বলে সাবলীল কবি
কেউ বা বলে গম্ভীর,
কেউ বা বলে রহস্যের কবি
কেউ বা বলে স্বস্তির।
কেউ বা বলে অগ্নি তুফান
কেউ বা বলে প্রলয় ঝড়,
কেউ বা বলে সরল কবি
কেউ বা বলে আগুনে বালুচর।
কেউ বা বলে নজরুলের বীণা
কেউ বা বলে ধুমকেতু,
কেউ বা বলে জাগ্রত কবির
কেউ বা বলে তপ্ত অবিরত।
কেউ বা বলে অচেতন চেতন
কেউ বা বলে ঘূর্ণিপাক,
কেউ বা বলে উদার মরু
কেউ বা বলে যা হবার হয়ে যাক।
কেউ বা বলে খালিদ ওমর
কেউ বা বলে নাঙ্গা শমশির,
কেউ বা বলে বিন কাসিম আর
কেউ বা বলে মুক্তির।
কেউ বা বলে স্বাধীন কবি
কেউ বা বলে ঘুমন্ত।
কেউ বা বলে মুক্তির তরে
কেউ বা বলে দুর্দান্ত।