ক্ষমা কর প্রভূ
আলী আমজাদ আল আজাদ
____________//
ক্ষমা কর,ক্ষমা কর,ক্ষমা কর হে প্রভূ
গোনাহ করে জীবন খানি হচ্ছে নিভু নিভু।
গোনাহের বুঝা মাথায় নিয়ে তুলেছি দু'হাত
ক্ষমা কর, কবুল করো সকল ইবাদাত।


তোমায় ভুলে নিজের ধ্যানে আছি মশগুল
দুনিয়া কে করেছি লালন অন্তর স্থল ব্যাকুল।
দুনিয়ার পিছে ঘুরছি আমি,তোমায় ভুলে গেছি,
সারা পৃথিবী ঘুরে দেখেছি সবই মিছামিছি।


তুমিই সত্য, তুমি মহা সত্য, তুমিই অধিপতি,
সারা দুনিয়া তোমার ইশারায় পাল্টায় মতিগতি।
তোমার কাছে চাই যে প্রভূ গোনাহ মুক্ত জীবন,
তোমার রাস্তায় চলতে পারি কবুল করো মু'মিন।


আমলের পাল্লা বাড়িয়ে দাও,গোনাহ কর শূন্য
অতীতের গোনাহ মাফ করে,কবুল করো পূন্য


রচনাকালঃ
১২/৮/২০২১ /সুনামগঞ্জ /ধর্মপাশা