ক্ষমতা ১
আলী আমজাদ আল আজাদ


দেশটা এখন হয়ে গেছে
অপ ক্ষমতার দাস,
ক্ষমতার মানুষে ভরে গেছে
এদেশের চারপাশ ।
.
ক্ষমতার জোরে শেষ হয়েছে
সত্য বলার দম,
মানুষ এখন বিগড়ে যাচ্ছে
বেশি পেয়ে দাম।
.
অযুক্তি আর কথার ভিড়ে
মানুষ ফেলছে জালে,
ক্ষমতার দোহাই দিয়ে তারা
ফেলছে নানান কলে।
.
একটু খানি ভুল হলে
রক্ত শুধু ঝরে,
হাজার ভুল সাথে নিয়েও
তারা উল্কা হয়ে পড়ে।
.
দেশের কথা কী বলবো আর
বলার নাইতো শেষ,
পাড়ায় পাড়ায় পাতি নেতায়
ভরে গেছে দেশ।
.
হানা-হানি,খুনো-খুনি
হয়েছে যাদের পেশা,
ওদের জন্যই আমদানি হচ্ছে
মরণ ব্যাধি ওই নেশা।
.
ঘরে বসে আতঙ্কে থাকে
সাধারন যত মানুষ
কখন আবার উড়ে যায়
জীবন প্রদিপের ফানুষ।
.
মুখটি বুজে সহ্য করে
অন্যায় অত্যাচার,
আইনের হাতে দিলেও
তারা হয়ে যাচ্ছে পার।
.
কেউবা যদি তাদের বিরুদ্ধে
মাথা তুলে দাড়ায়,
রাত পোহালেই দেখি
তার লাশটা পড়ে রয়।
.
পৃথিবীর বুকে একসাথে
তবু কারো জন্য কেউ নয়,
ক্ষমতা পেতে সকলে যেন
জীবন করছে ক্ষয়।
.
এমন একটি দেশে আছি
ভরে আছে শুধু পাপ
এই পাপকে ঘোচাতে হলে
ঘোচাতে হবে সকলের
মন-মানসিকতার ছাপ।