লিখে নিবো সে কবিতা।
অালী অামজাদ আল আজাদ
_________//
অগ্নি ঝড়বে সে কবিতা
লিখে নিবো অাজি!
শব্দ অক্ষরে স্ফুলিঙ্গ দিয়ে সাজিয়ে দিবো,
বহৃি রাগে দাহ-দাহনে জ্বলি।
.
শব্দের ঘর্ষণেতে
যেন,
অগ্নি অনল জ্বলন-জ্বলে।
অগ্নি ঝড়ার বর্ষণেতে,
যেন,অাগুনের ফুলকি উড়ে।
.
যে কাব্য পড়তে গেলে
মুহ মে অাগুন যেন লাগে।
যে কাব্য শোনতে চাইলে
কর্ণের অাড়ি যাবে গলে।
.
যে কাব্যের ছন্দে ছন্দে
অাগ্নেয়াস্ত্র রন্ধ্রে রন্ধ্রে।
.
যে কাব্য তেজস্বানে
শোষকের তৃষা হানে।
.
যে কাব্য তপ্ত-তেজে
বারুদ পাবক শর্মা সাঁজে।
.
যে কাব্য মত্ত মাতাল
শিহরণ অাকাশ পাতাল।
.
যে কাব্যের অক্ষরে
ইন্ধনে দগ্ধ করে।
.
যে কাব্যের জ্বালেশ্বরে
কয়লা ঝড়ে জ্যান্ত দেহে।
.
যে কাব্য জ্বলদগ্নি
ক্ষুব্ধ বেগে উষ্ণ বহৃি।
.
যে কাব্য প্রভান্বিত
জালিম থাকবে সদাই ভীত।


সংক্ষিপ্ত
রচনাঃ ২৮/০৯/১৭ইং
সুনামগঞ্জ, ধর্মপাশা