মাহে রমজান
আলী আমজাদ আল আজাদ


রমজান এলে যায় গো চলে
সব ভেদাভেদ দ্বন্দ্ব
পুণ্য দিয়ে নেয় সাজিয়ে
পাপের দুয়ার বন্ধ।
.
ভালো কাজে সকাল সাঁঝে
আমল করে পূর্ণ
হৃদের কানন মায়ার বাঁধন
অহং হল চূর্ণ।
.
আমির-ফকির নেকি-বধির
হিসাব নিয়ে ব্যস্ত
দিনে-রাতে ইবাদাতে
ধ্যান করেছে ন্যস্ত।
.
শেষের ভাগে নিদ্রা জাগে
রাতের কিয়াম করে
হাদিস কুরান পড়ে জুয়ান
নিত্য ফজর পরে।
.
সাদকা করে দু’হাত ভরে
বেহেস্ত যার সন্ধি
গরিব দুঃখী সবাই সুখী
একই কাতার বন্ধি ।
.
ইফতারে তাই আর্জি জানায়
ওগো মেহেরবান
পুণ্য দিয়ে দাও ভরিয়ে
আমাদের রমজান।