মনুষ্যত্ব
আলী আমজাদ আল আজাদ


যদি না পার তুমি, কাউকে ভালবাসিবার
দিওনা ব্যথা কভু মনেতে তাহার ।
যদি কারো, প্রশংসা-করিতে না পারো
স্বজ্ঞানে কভু তার নিন্দা নাহি করো ।
যদি বা কিছুই কাউকে, নাহি পার দিতে
চেষ্টা করোনা কভু তার কিছু চিনিয়ে নিতে।
যদি না কারো, করিতে না পারো, প্রকাশ্য বিরোধ
তবে আপন মনে, আত্ম ধ্যানে, কর তাহা রোধ ।
যদি না পার স্বাধীন মনে সত্য বলিবার
বিপদ আসুক তবু বহিবেনা মিথ্যার ভার।
যদি না পার কোন বিষয়,কাউকে বুঝাতে
ভুল করোনা কভু তার কাছ থেকে বুযে নিতে।
যদি না কারো সাথে তোমার নাহি মিলে মন
প্রকাশ্য বা গোপনে কভু তারে করোনা আক্রমন।
যদি না কাউকে দিতেনা পার মনেতে স্থান
মিথ্যে বন্দুর ভান করিয়া করোনা অপমান।
শত্রু নহে সে ,যে করিছে ব্যাথা দান
সেইতো চরম শত্রু, যে করে বন্দুত্ত্বের ভান।।