মুহাম্মদ (সাঃ) (৫)
আলী আমজাদ আল আজাদ


সৃষ্টির শ্রেষ্ঠ মানব,শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর তুমি,
তুমি পরশ পাথর,পরশে ধন্য আরব মরুভূমি।
তুমি মক্কার জ্যোতি,সত্য গতি,সারা বিশ্ব জুড়ে,
দিয়াছো তুমি প্রভুর পরিচয়,অন্তরে অন্তরে।


তুমি সর্ব শেষ-সর্বশ্রেষ্ঠ,প্রেরিত অবতার,
তুমি শান্তি,মুক্তির-দূত সকল মানবতার।
তুমি চাহনিকো হানাহানি,ধন-ধৌলত-সম্ভার,
তুমি চেয়েছো শুধু,সকলের সমান অধিকার।


আপন স্বার্থে কভু,খোঁজনি কোন উপায়
বিলাস ভিবব বাদশাহী যত,মাড়িয়েছো পায়।
লাঞ্ছনা-বঞ্ছনা,শত আঘাতে,দাওনি অভিশাপ,
প্রভুর দরবারে,তুলি দুহাত,চেয়েছ শুধু মাপ।


করনিকো ঘৃণা কভু যত নাস্তিক-অবিশ্বাসীরে,
দাওনি আদেশ,হানিতে আঘাত,পূজা-মন্দিরে।
জাত-বর্ণ,উঁচু-নিচু,ভাঙ্গিয়াছ সকল বিভেদ,
মানবের কল্যাণে মানব,শিখালে প্রেম-অভেদ।


অস্ত্র হাতে দাওনিক তুমি,হে সত্য মহান বীর,
দিয়াছ হৃদয়ে অমৃত বাণী,চির সত্য সন্ধানীর
সর্ব সৃষ্টির সত্যর দিশা,মোদের প্রাণের ফুল,
আরব দুলাল তুমি,প্রিয় মুহাম্মাদ রাসুল(সঃ)।।