মুচকি হাসি
আলী আমজাদ আল আজাদ
___________\\
এই আমি ভাবেনি কভূ হৃদয় বাগানে তুমি
কখন যে এসে চষে গেছো ঐ তপ্ত প্রেম ভূমি !


সিক্ত প্রেমে সোনালী বিন্দু সবুজ শ্যামল তরু
পাক পাখালির শিমুল পলাশ রাঙ্গা গায়ে মরু ।


প্রেম জলের পুলক ভেলায় রূপের ঝলক পালে
কল্প নদের উত্তাল ঢেঁউয়ে লাজুক ফুলে ফুলে ।


সিল্কি কেঁশের কৃষ্ণ খোঁপায় দিবা নিশি ভোরে ।
ফোটতে ঐ যে জাগতে ঐ যে প্রেম বাগান জুড়ে ।
পানামা টুপির সৌরভ হয়ে রাঙ্গা স্কার্ট্ গায়
হাঁটি হাঁটি পায় আসতে তুমি লাজুক আঁখি চায়


চমকা ঐ রাঙ্গা ঠোঁটে কি এক মুচকি হাসি !
হয়নি বলা হয়নি লেখা তবু ভালবাসি ।


বুঝিনি ওগো মন মন্দিরে জ্বলছে কার আলো ?
যারে খুঁজি সেই কি তুমি আমায় একটু বল ?


তোমাকেই খুঁজছি আজি দাওনা মুচকি হাসি
ভালবাসি তোমার হাসি -অনেক ভালবাসি ।