নাফরমানি
আলী আমজাদ আল আজাদ
-------------//
মনরে, তুই কেনরে করিস খোদার নাফরমানি,
যিনি তোরে দিলেন জীবন ত্রিভুবনে আনি।


না ছিলো তোর পথের দিশা, না ছিলো ধন-মান,
এখন যে তোর সবই আছে কে করিলো দান?


লোভের মোহে ডুবিস না মন, ভুলিয়া নিজের স্থান,
যে কোনো দিন হইতে পারে জীবনের অবসান।


রবের নিকট কইবি কিরে, কেমনে দেখাবি মুখ,
জীবন খানা যায় যদি তোর খুজিয়া হারাম সুখ।


আপনার বাণী মানিবার আগে বিবেকের বাণী শুন,
যা ইচ্ছা হয় করিস না তাই, না দেখে দোষ-গুন।


এই দুনিয়ায় হালাল যাহা, পবিত্র যত কিছু,
খোদার সেসব নিয়ামত ফেলে ছুটিশ কিসের পিছু?


কাদের তরে বেহেশ্ত সৃজন করিলেন দয়াময়,
সত্যি যদি দুনিয়া শুধুই সুখের জন্য হয়?


সুখ-দুঃখ নিয়েই জীবন, হোক বেশি বা অল্প,
দুঃখ বিনা জীবন সে তো পশু-পাখিদের গল্প।


রচনাকালঃ ১১/৫/২০১৫ইং