নবীর প্রেমে
আলী আমজাদ আল আজাদ
_____________//
আজব এক ফুটলো রে ফুল মরু সাহারায়
তাঁর প্রেমেতে পাগল হলো সারা দুনিয়ায়।
তাঁর সুভাষে মুখরিত কূল খায়েনাত জাহান
তাঁরই প্রেমে পাগল যিনি আল্লাহ সুবহান।


আরবে এক উদিত হলো সোনালী এক পাপড়ি
তাঁর প্রেমে,তাঁর ধ্যানে মগ্ন হলো সকল সাহাবী।
তাঁর হৃদয় বহুল কমল মনের বুকটা ছিল উদার,
মুখে ছিল মুচকি হাসি কমল ভাষি যেন জান্নাতের সমাহার।


ছোট ছোট কিশোরেরা প্রিয় নবীজির প্রেমে
কসীদা গাইতো সকল সন্ধ্যা প্রিয় নবীর শানে।
পথের পানে থাকতো চেয়ে আসবে যখন নবী
হাসবে আকাশ উড়বে বাতাস উঠবে কিরণ রবি।


অপেক্ষাতে থাকতো পাহাড় আসবে নবী যখন
সালাম দিব তাঁর কদমে ধন্য হবে জীবন।
গাছে যখন দেখত নবী যাচ্ছে কদম হেঁটে
উচ্চ স্বরে দিত সালাম নবীজি কে ভালোবেসে।
গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণী
শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আজো চিনতে পারিনি।


সংক্ষিপ্ত..