নর
আলী আমজাদ আল আজাদ


আমি নর,
আমি বীর ভোগ্য বসুন্ধরায় ভোগের পাগল, আমি স্বার্থপর,
আমি যুবতীর উপছে পরা মধু ভাণ্ডারে,পিপাসার্থ মধুকর ।
আমি প্রেমময়ী প্রেয়সী নারীর অন্তরে, ঢেউ তোলা ঝর ,
আমি অন্ধকার রজনীতে,নারীর হৃদয় অন্তরীক্ষে, সুখের নিশাকর ।


আমি যে নর,
আমি নারীর প্রাণনাথ,আমি কর্ণধর, আমি জম্মদাতা,
আমি হাড় কাঁপানো শীতে,দিবা নিশিতে,নারীর বুকে জড়ানো উষ্ণ কাঁথা ।
আমি নারীর রূপে মতোয়ারা,অবয়ব কিংবা তার প্রেমের পূজারী,
আমি যৌবনা নারীর রক্তজ্বলা অঙ্গ জুড়ে,অন্তরঙ্গতায় ভাসমান তরী ।


আমি নর,
আমি নারীর পৌরষ,নারীর ঐশ্বর্য, আমি নারীর অলংকার,
আমি নারীর স্বাধীনতা,আমি স্ত্রৈণ,আমি নারীর অহংকার।
আমি নারীর জীবন সত্তা,আমি প্রেমাত্মা,আমি নারীর অধিকার,
আমি নারীর হাহাকার,মিলন বাসরে বেদনার বিদ্রহ চিৎকার।


আমি নর,
আমি নারীর জম্মভূমি,আমি ধরিত্রী,আমি নারীর বাহুবল,
আমি নারীর স্মৃতির বহ্নি,আমি অশ্রূ,আমি নারীর পরাধীনতার শিকল,
তবু, আমি নারীর প্রতীক্ষা,আমি প্রতিশ্রুতি,আমি নারীর শাসন,
আমি নারীর স্বপ্নের মহা সম্মেলনে,প্রধান অতিথির মহা সিংহাসন ।