অগ্নিবীণা টু
আলী আমজাদ আল আজাদ
------------///
তেজদীপ্ত দিয়ে উদ্দীপ্ত হয়ে,
উত্থিত কর সমশির?
হায়েনার বুকে কঁম্পন তুলে,
মরনে কর উদগতির।
.
লৌহ ঝন ঝনে ঝঞ্ঝা কৃপাণ,
সিংহ দুয়ারে বাজিল বিষাণ।
.
পড়ে নেয় আজ অগ্নিগ্রন্থ,
শিখে নেয় আজ বিষের মন্ত্র। .
লৌহ বস্ত্র গ্রথন সেজে,
বাজবে দামামা প্রলয়ে বেসে। .


বাজবে বাশোঁরি উড়বে নিশান
সুরের বজ্রলেপে উঠবে তুফান। .
ওরে শোন!
আমি শাহ মাখতুমের বাঘিনী
আমি খালিদ ওমরের নির্ভিক।
আমি শাহ জাহানের কুমির,
আমি মোহাম্মদের সৈনিক।।
.
আমি ক্ষিপ্ত ক্ষ্যাপা উন্মাদ,
আমি জালিমের তরে ঝঞ্ঝা।
.
আমি মৃত্যুর মুখে গেয়ে যাই গান,
করি দৈত্তের সাথে পাঞ্জা।
.
সত সহস্র যুগযুগ ধরে,
বাজিয়েছি রণেচণ্ড বাশিঁ।
প্রয়োজনে আমি বে-দ্বীনের কাষ্ঠে,
পরে নিয়েছি ফাসিঁ।
.
আমি দুমকা হাওয়া,
আমি বৈশাখী জ্বর।
.
আমার অগ্নি ফুলকি তরে,
করে সব থর থর।।।