পীর বাবা
আলী আমজাদ আল আজাদ


এদেশের চিপায় চাপায় ভন্ড পীরদের বাস
মূর্খ জাতি গোঁড়ামিতে ডুবে রহে ক্রীতদাস।
বিনা পুঁজির ভাল ব্যবসা কোন লোকসান নাই
কোরঅান হাদীস রেখে চলেন নিজের তরিকায়।


গরু ছাগল নিলেই তিনি ফুঁ দিয়ে দেন কড়া
আজগুবি কিচ্ছা শুনে, চিপাচাপা সব মুরিদানে ভরা।
সব পীরের-ই আছে নাকি অলৌকিক কেরামতি
পীরের মারেফত না মানলে নাকি হয় ভীষণ ক্ষতি।


সুফিরুপী সাজেন তিনি, টুপি জুব্বা পড়ে
হাশর নাকি পাড় করাবেন মুরিদানের হাত ধরে।
গভীর রাতে সুযোগ পেলে মারেন গাঁজার টান
এশকে আকুল হইয়া মুরিদ করেন লক্ষ টাকা দান।


পীর না মানলে জাহান্নামী, ফতোয়া দেন ডেলিভারি
চেতনা তখন জেগে উঠে, ঝাড়ফুঁক নিতে আসলে সুন্দরী।
মুরিদরা সব জিকির করে কলকি ভরা গাঁজায়
ধর্মটারে ল্যাং মারিয়া,পাপের স্রোতে নিজেকে ভাসায়।