প্রার্থনা
আলী আমজাদ আল আজাদ
>>>>>>><<<<<<<<<<<
শক্তি দাও মোরে প্রভু হে সর্বশক্তিমান,
রক্ষা করিতে পারি যেন নিজ মান ও সম্মান।
সকল পাপ আর মিথ্যারে যেন ঘৃনি সমপরিমান,
শক্তি দাও মোরে প্রিয় তুমি সর্বশক্তিমান।


যেন ছিন্ন করিতে পারি সব নীচতার শৃঙ্খল,
প্রলোভনে যেন না হই কভু দিশেহারা-দূর্বল।
মনের পশুরে যেনো দিই বলি, করি খুন-অবসান,
শক্তি দাও মোরে প্রিয় তুমি পবিত্র-দয়াবান।


শত্রু-মিত্র সকলেরে যেনো ভালোবাসিতে পারি,
স্বার্থপর যেনো না হই কভু প্রার্থনা করি তারি।
মানুষের দুঃখে সর্বদা যেনো হতে পারি আগুয়ান,
শক্তি দাও মোরে প্রিয় তুমি সতত মেহেরবান।


তোমার সকল নেয়ামতে যেনো শোকর করিতে পারি,
দরিদ্র যদি করো মোরে প্রভু করিও ধৈর্যধারী।
হতাশায় যেনো দগ্ধ না হয় দিলবার এই প্রাণ,
শক্তি দাও মোরে প্রিয় তুমি প্রেমময়-ঞ্জানবান।


পথ হারায়ে কভু যদি বিভু তোমারে যাই গো ভুলি,
তোমার আদেশ-নিষেধ ভুলিয়া পাপের পথেতে চলি,
দয়া করে দিও হেদায়াত, কোরো ক্ষমা তুমি মোরে দান,
দিও শক্তি মোরে, প্রভু প্রিয় তুমি ক্ষমাশীল-সুমহান ।।।


রচনাকালঃ ২৬/৭/২১ইং