হে রাজকন্যা
আলী আমজাদ আল আজাদ


কখনো দেখি দু’চোখ মেলি
কখনোবা থাকো তুমি অন্তরালে
ইথারে ভেসে আশা শব্দ বুনে
এঁকেছি তোমায় এ মনে।


তুমি ভালোবাসা আমার
তুমি বেঁচে থাকা আমার
কল্পনার রাজ্যের সব গল্পে শোনা,
তুমিই আমার রূপকথার রাজকন্যা।


কখনো খুনসুটি, কখনোবা কান্নাহাসি
কত রাত জাগা কত গল্প শুনি
তোমার খুশির সীমা বাঁধনহারা
তারই সাথে মন আমার আজ সীমানাহারা।


তুমিই তো ভালোবাসা আমার
তুমিই তো বেঁচে থাকা আমার
কল্পনার রাজ্যের যত সব গল্পে শোনা
তুমিই তো আমার সে রূপকথার রাজকন্যা।


মনের ক্যানভাসে একা বসে তোমায় আঁকা
স্বপ্নের মত গানে গানে দিনের শেষে রাত আসা
তোমার কণ্ঠ, তোমার হাসি যতসব বাঁধভাঙা
নিশ্চুপ নীরবতায় কত কথা কানে কানে কয়ে যাওয়া।


এই নিয়েই গড়া তুমি ভালোবাসা আমার,
এই ভেবেই পাওয়া তোমায় বেঁচে থাকা আমার।
কল্পনার রাজ্যের যত সব গল্পে শোনা
তুমিই তো আমার সে, রূপকথার রাজকন্যা।