স্বাধীনতা চাই
আলী আমজাদ আল আজাদ


আজ কাঙ্গালের ন্যায় কাতর চিত্তে সবারে শুধাই
আসবে কি মুক্তির সংগ্রামে ? আমি ফের স্বাধীনতা চাই
এ রণ হবে ভূতলে গগনে
সব আত্মা বিবেকের সনে
মানব রুপী যত নর পশু কেড়ে নেব তাদের প্রাণ
তাদের রক্তেই সেড়ে নেব ক্লান্ত দেহের স্নান


কচু কাটা করব অন্যায় যত ত্রাস
সত্যের বুলেটে হবে মিথ্যার বিনাশ
ক্ষমতার মোহ যত পিচাশ পিচাশীর
শিল পাটায় ভর্তা করব তাদের শির
সার্থবাদী শাসক সেনার ধুলা করব হাঁড়
ক্ষমতার বলে করছে ওরা অন্যায় অবিচার
তাদের গড়া গুন্ডা পান্ডা চাঁদাবাজ ক্যাডার
নির্মম অত্যাচারী যেন পাকিস্তানী হানাদার
বুলেট এটোম ককটেল ভুবনে আছে যত
ওদের আপাদ মস্তকে পরবে অবিরত


মোদের এ যুদ্ধ চলবে ঘরে ঘরে
ন'মাস শুধু নয় যুগ যুগ ধরে
স্বার্থ হিংসা লোভ যতদিন রবে নেশা ক্ষমতার
বিজলী বেগে চলবেই মোদের ঢাল তলোয়ার
লক্ষ্য মোদের একটাই অন্য কোন দাবি নাই
এক হবে কি সবাই ? আমি ফের স্বাধীনতা চাই ।
রাজা শুধুই বলে যাবে প্রজার বলার সুযোগ নাই ।
এর নাম কি গণতন্ত্র ভাই ? আমি ফের স্বাধীনতা চাই ।


একুশ ছাব্বিশ ষোল চাই সত্যিকারে
ঐক্য শান্তি প্রগতি থাকবে পূর্ণাকারে ,
তখন রবেনা কারো মাঝে প্রতিহিংসার লেশ
ফিরে পাব মোরা খাঁটি সোনার বাংলাদেশ ।
সকল দূর্নীতি দূষ্কর্ম দূঃশাসনের বিরুদ্ধে , তোরা লড়বেনা ভাই ?
অতীত বিজয় স্বাধীনতা পূর্ণতা পায় নাই , আমি ফের স্বাধীনতা চাই ।