শানে মোহাম্মদ (সাঃ)
আলী আমজাদ আল আজাদ
__________//
অতুল এক শান নিয়ে গো তুমি, প্রেরিত এ ধরায়
আধাঁরেও সুচ হতো উদ্ধার তোমারি রূপের আভায়।
খুলুকে আযিম উপাধি যাহার, তুমিই হে প্রিয় রাসূল
দিদারে তোমার অমিও সুধা পায় যেন জাহানকুল।


সৃজিত তুমি হয়ে রহমত সৃষ্টি কুলের তরে
চন্দ্রকিরণ হয় অম্লান মুচকি হাসির ঝড়ে।
শিষ্টাচারের আধার তুমি তবিব সকল ব্যধির
তোমারি ছোঁয়ায় পরশপাথর হতো কাট্টা কাফির।


মরুআরবের উষর ভূমি তোমারি রক্তে রাঙা
পাপাচারের জাহালত ঠেলে দ্বীনকে করেছ চাঙা।
আপন লোকের শত আঘাতেও নিরব রয়েছ তুমি।
তাদেরই তরে চেয়েছো ক্ষমা প্রভুর চরণ চুমি।


তোমারি শান কেমনে বর্ণিব আমি যে অধম হীন
কুল কায়েনাতের শ্রেষ্ঠ রসুল রহমাতুল্লিল আলামিন।
অবিরাম এক নিরব বেদনায় ব্যথাতুর এ হৃদয়।
এ ব্যথা আছে থাকবেও জানি হবে নাকো কভু ক্ষয়।


তামান্না বে-হদ হরদম ঐ মহা মহিমের তরে।
শেষ জমিয়তের অন্তিমক্ষণে সুপারিশ যেন তিনি করে।


রচনাকালঃ৭/১১/২০ইং