শীত বনাম ভালবাসা
আলী আমজাদ আল আজাদ


জগতের যত রূপ,যত হাঁসি গান,
আজ এই ক্ষণে, তোমায় করবো দান।
অফুরন্ত ভালবাসা,জগতের যত প্রেম,
হৃদয়ে হৃদয়ে হবে,চির সচ্ছ লেনদেন।
সুড়সুড়ি-শিহরণ, উষ্ণ-আলিঙ্গন,
যত আবেগ-মায়া,অনুরাগ আর চুম্বন।
যত জোস,স্বপ্ন-সাধ,আর যত আশা,
দেবো তোমায় সযতনে,নিখাদ ভালবাসা।
এই শীত-রাতে সব কিছু,উজার করে দিলাম,
বিনিময়ে কম্বল খানা,চিনিয়ে নিলাম।।